Students Feedback

লার্নারদের ফিডব্যাক

5.0
Based on 226 reviews
powered by Facebook
Mohammad Azim UddinMohammad Azim Uddin
04:29 03 Nov 24
Kazi Talat, just amazing as a teacher!
আলহামদুলিল্লাহ সপিফাই কোর্স টি কম্পলিট হলো। আমাদের মেন্টর ariful ahajid vai অনেক ভাল।সপিফাই এর প্রত্যেকটি বিষয় ভালভাবে বুজিয়েছেন। BirghtStar-IT-Academy র জন্য রইল শুভকামনা।
Md. Mahdi HasanMd. Mahdi Hasan
06:57 07 Jun 24
Alhamdulillah
khub valo ekta course cilo
meta ads,coustom audience, meta pixel niye detailed jante pereci.
Already fb page diye ad chlacci.
Ekta website create korteci, pixel setup kore Hasan Jamil vai r cousre moto sales campaign chalabo.
apnara jara jara chan, Ei course ta korte paren.
Md Ajajul Haque SultanMd Ajajul Haque Sultan
21:27 06 Jun 24
A Wonderful free course for Facebook Ads Beginners. I strongly recommend this course.
Tufayel AhmedTufayel Ahmed
21:19 06 Jun 24
সম্প্রতি Bright Star It Academy কর্তৃক পরিচালিত ফেসবুক এডস মাস্টারক্লাসগুলো খুবই উপভোগ্য ছিল। এই ক্লাসগুলোতে ফেসবুক এডস ক্যাম্পেইন তৈরি এবং পরিচালনা করার বিষয়ে একটি ব্যাপক প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল।প্রশিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ফেসবুক এডস বিশেষজ্ঞ যিনি জটিল ধারণাগুলিকে সহজে বোঝার জন্য স্পষ্ট এবং সংক্ষিপ্ত ভাষায় ব্যাখ্যা করেছিলেন। ফেসবুক এডস সম্পর্কে আমার আগে যে ধারণা ছিল তা অনেক বেড়েছে এবং এখন আমি নিজের ক্যাম্পেইন তৈরি এবং পরিচালনা করতে আরও আত্মবিশ্বাসী।
Na SimNa Sim
17:42 06 Jun 24
BrightStar-IT Academy ফেসবুক এডস মাস্টারক্লাস সম্পূর্ণ ফ্রীতে শিখতে পারবেন
কোর্স।😍
ফ্রি ফেসবুক এডস মাস্টারক্লাস লাইভ কোর্সটি ইউটিউবে আপলোড করে আছে ।
এই কোর্স এর মাধ্যমে যে কেউ ফেসবুক মার্কেটিং এ দক্ষতা অর্জন করতে পারবেন ।
কোর্সে যা যা আছে :-
------------------------
➤ ফেসবুক এডস বেসিক
➤ ফেসবুক পেজ অপটিমাইজেশন
➤ ফেসবুক বিজনেস ম্যানেজার
➤ ফেসবুক এডস ম্যানেজার
➤ অডিয়েন্স টার্গেটিং & রিসার্চ
➤ ক্যাম্পেইন সেটআপ & অপটিমাইজেশন
➤ এডভান্স টার্গেটিং
➤ ফেসবুক পিক্সেল সেটআপ
➤ ফেসবুক রিমার্কেটিং
➤ ডাইনামিক এডস সহ আর অনেক কিছু

কোর্স লিংক এবং ফ্রি সাপোর্ট গ্রুপে যুক্ত হতে রেজিস্ট্রেশন করুনঃ https://brightstaritacademy.com/join-free-course

Free Facebook Support Community https://www.facebook.com/groups/vision1million

Hasan Jamil স্যার এর জন্য ভালোবাসা এবং দোয়া রইল।🥰
Sabbir AhmmedSabbir Ahmmed
16:22 06 Jun 24
- ফ্রি-তে মানুষ এতো কিছু দিয়ে থাকে আপনাদের সাথে পরিচিত না হলে বুঝতাম না 🙏
Hasan Jamil ভাইয়ের বুঝানোর ধরনটি একেবারে অসাধারণ। খুবই সুন্দর ভাবে ডিটেইলস ভাবে আলোচনা করেন। এই ক্লাস গুলো করার পরে মনে হয় না কারো আর কোর্সটি কিনে করা লাগবে খুবই সুন্দর ভাবে বুঝানো হয়েছে 😍
আর বিরক্তিকর জিনিসটা আপনার মাঝে দেখি নাই ভালোবাসা নিবেন ভাই 💜🥀
- ধন্যবাদ BrightStar-IT Academy
Marina JahanMarina Jahan
15:43 06 Jun 24
আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আমি BrightStar-IT Academy group এ-র একজন সদস্য।আমি একজন গৃহিণী। অনেক ইচ্ছে ছিলো কিছু একটা করার।তারপর হাসান জামিল স্যারের ফেইসবুক অ্যাড ফ্রী মাস্টার ক্লাস করার পর ফ্রীলাঞ্চিং করার ইচ্ছে প্রবল হলো।স্যারের বুঝানোর দক্ষতা অসাধারণ। অবশ্যই যারা ফ্রীলাঞ্চিং শিখতে আগ্রহী কিন্তু অর্থের অভাবে পেইডকোর্স করতে পারছেনা তাদের জন্য এ-ই কোর্সটি হবে অত্যন্ত কার্যকরী। Giveaway প্রোগ্রামের মাধ্যমে স্যার যে ফ্রী কোর্স করার উদ্যোগ গ্রহণ করেছেন তাকে সাধুবাদ জানাই। BrightStar-IT Academy এ-র পথচলা আরো সুদীর্ঘ হোক এ-ই কামনা করি।
Md SanaullahMd Sanaullah
15:42 06 Jun 24
হাসান জামিল ভাইয়ের ক্লাসগুলো খুবই হেল্পফুল ও প্রফশনালি হয়ে থাকে।
Rana MiaRana Mia
14:41 06 Jun 24
কোর্স অনেক করেছি ফ্রিতে, টাকা দিয়ে, ইউটিউবে, কিন্তু জামিল ভাইয়ের কোর্স সত্যি ব্যতিক্রম। ফ্রি কোর্স হলেও এটার ভ্যালু সত্যি অনেক বেশি।

মানুষ হিসেবেও জামিল ভাই অত্যন্ত উদার মনের এবং সব সময় ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তর দেন এবং সবার সাথে কথা বলেন।

আমার মত কোর্সটা সবার করা উচিত।
Mahib Al MahmoodMahib Al Mahmood
14:35 06 Jun 24
This is one of the best courses I've ever found. The instructor, Hasan Jamil Bhai, excels at explaining every topic clearly. If you're eager to learn digital marketing, I highly recommend starting with the free videos from BrightStar-IT Academy. After watching those, you can decide whether to enroll in the premium course. Believe me, it's worth it!
Hm Sajedur RahmanHm Sajedur Rahman
14:32 06 Jun 24
মাশাআল্লাহ আমার দেখা সবচেয়ে কম দামে ভালো কোর্স জেকানে শুন্য থেকে এডভ্যান্স সব কিছুই আসে।আমি মনে করি অনলাইন এ টাকা ইনকাম করতে ভালো ১টা প্রতিষ্ঠান।
Zabed RaihanZabed Raihan
04:54 06 Jun 24
সর্বপ্রথম ধন্যবাদ জানাই "Hasan Jamil" স্যার কে এমন একটি সুন্দর কোর্স সম্পূর্ণ ফ্রীতে উপহার দেওয়ার জন্য।
সবচেয়ে বেশি ভালো লাগছে স্যার এর ভাষা, অত্যন্ত সাবলীল এবং সহজভাবে গুছিয়ে সবকিছু বুঝিয়ে দেন।
ফেসবুক এডস মাস্টারক্লাস টি বর্তমান সময়ের সেরা একটি কোর্স। এই কোর্স এর মাধ্যমে যে কেউ ফেসবুক মার্কেটিং এ দক্ষতা অর্জন করতে পারবে তাছাড়া :
> প্রফেশনালি নিজের বিজনেস রান করতে পারবে
> কম টাকায় ভালো সেল আনতে পারবে
> এডস ক্যাম্পেইন করতে পারবে
> ফেসবুক ফিক্সেল সেটাপ করতে পারবে
> এক কথায় ফেসবুক মার্কেটিং এর জন্য যা যা দরকার সব এই কোর্সে পাওয়া যাবে।
সর্বশেষ স্যার এর জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আশা রাখি স্যার আমাদের জন্য ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন।
Md. Razu GaziMd. Razu Gazi
16:25 04 Jun 24
আসসালামুয়ালাইকু ভাইয়া । ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফ্রি এস ই ও এন্ড ডিজিটাল মার্কেটিং/ ফেসবুক এডস মাস্টারক্লাস ফ্রিতে দিয়েছেন এর থেকে আর কিছু হতে পারে না । আমি অনেক দিন ধরে ভাবতেছি অয়ান লাইনে কাজ করবো বা ফ্রিল্যাংসার করবো কিন্তু কি ভাবে ,কোথায় , কার কাছে যাবো আমি বুঝতে পারছিলাম না। এমন সময় জামিল ভাইয়ার ফ্রি এস ই ও এন্ড ডিজিটাল মার্কেটিং /ফেসবুক এডস মাস্টার কোর্স বিঙ্গাপন দেখতে পাই। । ভাইয়ার ফেসবুক এডস মাস্টার ক্লাস ফ্রি কোর্স বিঙ্গাপন পেয়ে অনুশরন করি । ভাইয়ার ক্লাস করে ফেসবুক পেজ,এডস ম্যানেজার সেটআ্প করেছি।পিকজেল সেট আপ করতে হয় শিথছি। কিভাবে এড দিলে কম খরচে বেশি সেল পাওয়া যায়।কিভাবে ডাইনোমিকস,কেরাজল করতে হয় তা শিখছি। ফেসবুক এডস সবগুলো শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি এর থেকে ভালো কিছু করেতে পাবো ইনশাল্লাহ। আপনার দোয়া আর আল্লাহ ভরসা। আমি দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পুরন যেন করে আমিন।
Moksedul AlamMoksedul Alam
04:08 03 Jun 24
হাসান জামিল ভাই ক্লাসগুলো খুব সুন্দর ও বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন। জটিল ধারণাগুলোকে বোধগম্য অংশে ভেঙে ফেলার তার ক্ষমতা আশ্চর্যজনক। প্রতিটি পাঠ সুগঠিত এবং পুঙ্খানুপুঙ্খ ছিল, এটি এমনকি সবচেয়ে কঠিন বিষয়গুলিকে উপলব্ধি করা সহজ করে তোলে।❤️❤️❤️
Al Mahmud Bin SaeedAl Mahmud Bin Saeed
12:34 02 Jun 24
আসসালামুয়ালাইকু
কিছু দিন ধরে চেস্টা করছিলাম নিজে কিছু একটা করার কিন্তু কিভাবে করবো বুঝতে পারছিলাম না। আর কিছু একটা করার জন্য নিজের ইস্কিল বাড়ালো খুবই জরুরি। কিভাবে নিজের ইস্কিল বাড়ানো যায় তা ভাবছি, এমন সময় হাসান জামিল ভাইয়ার ফ্রি ফেসবুক মার্কেটিং মাস্টার ক্লাস টি চোখে পরে। যেহেতু আগের থেকেই হাসান জমিল ভাইয়ার ফেসবুক পেজটি আমি ফলো করে রেখেছিলাম তাই ভাইয়ার ফেসবুক এডস মাস্টার ক্লাস ফ্রি কোর্সটি দেখতে পেয়ে শুরু করে দেই। তার পরে ভাইয়ার ক্লাস টি করে আমি ফেসবুক এডস মেনেজার খুলেছি, এবং তার মধ্যে পেজ এড করেছি, কিভাবে এড কেম্পেনই করতে হয় তা শিখেছি। কিভাবে এড দিলে কম টাকার মধ্যে বেশি সেল পাওয়া যায় তা শিখেছি, কিভাবে পিকজেল সেট আপ করতে হয় সেটা শিখেছি। ফেসবুক মার্কেটিং প্রফেশনাল ভাবে করতে যা যা লাগে হাসান জামিল ভাই তার সব কিছুই শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ।
ইন শা আল্লাহ এখন আমি ফেসবুক মার্কেটিং টা ভালো ভাবে করতে পারবো ইচ্ছা আছে একটা ফেসবুক মার্কেটিং করার। ইন শা আল্লাহ এবার সেটা সুন্দর ভাবে পারবো মনে হচ্ছে।

ভাইয়ার জন্য রইলো মনের অন্তইত্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা।
আল্লাহ ভাইয়ার মনের সকল নেক আশা গুল পূর করে দিক। আমিন।
Abdullah Al MasudAbdullah Al Masud
06:56 02 Jun 24
ফ্রিল্যান্সিং সেক্টরে Hasan Jamil স্যারের মতো অভিজ্ঞ মেন্টর বিরল,
প্রতিটি ক্লাসে তিনি যেভাবে শুরু থেকে শেষ, বেসিক থেকে এড়ভান্স ধাপে ধাপে বুঝিয়ে থাকেন তা সত্যিই প্রশংসনীয়।ক্লাসে তাঁর সাবলীল বাচনভঙ্গি বেশ মুগ্ধ করে, যার দরুন বেসিক স্টুডেন্টদের বুঝতে কোনরকম বেগ পেতে হয় না। আলহামদুলিল্লাহ আমি স্যারের "SEO" Master Class এবং Shopify and Drop shipping Master Class
থেকে যথেষ্ট উপকৃত হয়েছি, এরই ধারাবাহিকতায় "Facebook Ads Master Class" থেকেও আলহামদুলিল্লাহ ভালোই উপকৃত হলাম।
স্যার শুধু আমাদের এরকম তথ্যবহুল কোর্স উপহার দিয়ে ক্ষ্যান্ত হননি, বরং নিজের সার্বিক তত্ত্বাবধানে প্রতিনয়ত সাপোর্ট ও দিয়ে যাচ্ছেন,পরিশেষে বলবো আল্লাহ যেন এর বিনিময়ে স্যারকে উত্তম বিনিময় দান করেন ।https://www.facebook.com/hasanjamil2k24
Ebrihim EmonEbrihim Emon
18:35 01 Jun 24
আমি অনেক জায়গা অনেক কোর্স করিছি।অনেক টাকা নষ্ট করেছি। কিন্তু Brightstar -it Academy মত ফ্রিতে কোন জায়গায় কোর্স করাই নাই।মনে থেকে Brightstat -it Academy জন্য দোয়া করি❤️❤️❤️
কিছু ভূলকিছু ভূল
10:30 01 Jun 24
ইউটিউবে ভিডিও দেখে নতুন জয়েন হলাম brightstar it একাডেমিতে। ফ্রিতে যে কোর্সগুলো ওনারা করান সত্যি বলতে গেলে অসাধারণ। অনেক পেইড কোর্স করেছি কিন্তু ওনাদের মতো করে কেউ বাঝাতে পারে না। যেটা সত্যিই প্রসংশনীয়। আর যেটুকু এখন পর্যন্ত শিখেছি খুবই অল্প সময়ে তা আসলে অন্য কোথাও এই সময়ের মধ্যে হয়তো শিখতে পারতাম না। ফেইসবুক এডস কোর্স টি আমার কাছে বেস্ট মনে হয়েছে অন্যদের কোর্সের তুলনায়।
Thanks brightstar it Academy❤️ Thanks hasan jamil vai❤️
আল্লাহ আপনাদের ভালো করুক🤲
Abdullah MarufAbdullah Maruf
10:04 01 Jun 24
এতো সুন্দর ও হাই ডিমান্ডেবল ফেসবুক এডস কোর্স টা ভাইয়ের কাছে ফ্রী তে করতে পারা টা আসলেই আমার ও সবার জন্য সৌভাগ্যের। যারা এখনো এটি করেন নি দ্রুত করে ফেলুন। ফ্রী তে এতো ভালো কিছু আজকাল খুব কম মানুষই দেয়। ধন্যবাদ ভাইয়া
Shormila PopyShormila Popy
05:48 01 Jun 24
আসসালামুয়ালাইকু
কিছু দিন ধরে চেস্টা করছিলাম নিজে কিছু একটা করার কিন্তু কিভাবে করবো বুঝতে পারছিলাম না। আর কিছু একটা করার জন্য নিজের ইস্কিল বাড়ালো খুবই জরুরি। কিভাবে নিজের ইস্কিল বাড়ানো যায় তা ভাবছি, এমন সময় হাসান জামিল ভাইয়ার ফ্রি ফেসবুক মার্কেটিং মাস্টার ক্লাস টি চোখে পরে। যেহেতু আগের থেকেই হাসান জমিল ভাইয়ার ফেসবুক পেজটি আমি ফলো করে রেখেছিলাম তাই ভাইয়ার ফেসবুক এডস মাস্টার ক্লাস ফ্রি কোর্সটি দেখতে পেয়ে শুরু করে দেই। তার পরে ভাইয়ার ক্লাস টি করে আমি ফেসবুক এডস মেনেজার খুলেছি, এবং তার মধ্যে পেজ এড করেছি, কিভাবে এড কেম্পেনই করতে হয় তা শিখেছি। কিভাবে এড দিলে কম টাকার মধ্যে বেশি সেল পাওয়া যায় তা শিখেছি, কিভাবে পিকজেল সেট আপ করতে হয় সেটা শিখেছি। ফেসবুক মার্কেটিং প্রফেশনাল ভাবে করতে যা যা লাগে হাসান জামিল ভাই তার সব কিছুই শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ।
ইন শা আল্লাহ এখন আমি ফেসবুক মার্কেটিং টা ভালো ভাবে করতে পারবো ইচ্ছা আছে একটা ফেসবুক মার্কেটিং করার। ইন শা আল্লাহ এবার সেটা সুন্দর ভাবে পারবো মনে হচ্ছে।

ভাইয়ার জন্য রইলো মনের অন্তইত্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা।
আল্লাহ ভাইয়ার মনের সকল নেক আশা গুল পূর করে দিক। আমিন।
Fahim Bin WasifFahim Bin Wasif
20:35 22 May 24
অসংখ্য ধন্যবাদ brightstar-it academy কে এতো সুন্দর একটি wordpress season নিয়ে আসার জন্যে। বিশেষ ধন্যবাদ জানাই kaji talat ভাইয়া কে এতো সুন্দর এবং নিখুঁত ভাবে বুঝানোর জন্যে।
M BapiM Bapi
20:14 20 May 24
ভাইয়া,অনেক ভালো একজন মেন্টর, অনেক ভালো বোঝায়❤️❤️❤️ একদম সাধারন একজন মানুষ। ফ্রীতে অনেক কিছু শিখছি ও পেয়েছি।
Siam HossainSiam Hossain
19:03 24 Apr 24
BrightStar It Academy is best for Digital Marketing Course in Bangladesh. Hasan Jamil is a mentor of Digital Marketing and also founder of BrightStar it Academy.He is supportive and responsive. He discussed throughly about Digital Marketing in his every video. His Masterclass all video is opened for all in youtube channel. I completed Digital Marketing course from there. Thank you BrightStar It Academy and Hasan Jamil vai.
Enamul AniEnamul Ani
14:16 20 Apr 24
অন্য একটি প্রতিষ্ঠানে পেইড কোর্স করছিলাম এবং পাশাপাশি Youtube থেকে হাসান জামিল ভাইয়ের SEO Mastermind Class গুলো দেখলাম।

ভাইয়ের বোঝানোর ধরন খুবই সহজ ছিলো এবং নির্দিষ্ট টপিকে আরো বেশি খুটিনাটি বিষয়ই শিখতে পারলাম এছাড়া দারুন কিছু Free Tools, Extention এবং website tools সম্পর্কে suggestion পেলাম।

ফ্রি তে এত সুন্দর করে গোছানো ও না কম, না বেশি, যতটুকু দরকার ততটুকু সময়ে ক্লাস শেষ করা, এমন প্লেলিস্ট বাংলায় পাওয়াটা আমাদের জন্য দারুন বিষয়।
ধন্যবাদ BrightStar-IT Academy কে।
Asma MiliAsma Mili
10:25 13 Apr 24
আলহামদুলিল্লাহ ।এত সুন্দর করে SEO শিখতে পারবো, ফ্রিতে ক্লাস শেষ করতে পারবো কখনো ভাবতেও পারিনি । অনেক ধন্যবাদ
Mehedi HasanMehedi Hasan
13:15 12 Apr 24
ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা কোর্সের ব্যবস্থা করার জন্য। শুরু থেকে শুরু করে এতো সুন্দর করে কেউ বোঝাবে না �
Md. Taiful IslamMd. Taiful Islam
22:25 07 Apr 24
আসসালামু আলাইকুম, কি বলে শুরু করব আর বলব কিছু খুঁজে পাচ্ছি না। আমি আপনাদের wordpress ক্লাস নিয়মিত করি। ভাই অসাধারণ ক্লাস নেন এবং সুন্দর উপস্থাপনা করেন। আপনাদের একাডেমি অনেক দূরে যাবে ইন-শা-আল্লাহ।
Jesan AhmedJesan Ahmed
10:42 27 Mar 24
I recently completed the SEO course offered by Bright Star IT, and I must say it exceeded all my expectations. Hasan Jamil, our mentor throughout the course, played a pivotal role in making the learning experience not only informative but also engaging and practical.

The course content was comprehensive, covering everything from the fundamentals of SEO to advanced strategies and techniques used in the industry today. What set this course apart was its hands-on approach, allowing us to apply theoretical knowledge to real-world scenarios under Hasan's guidance.

Hasan's expertise in SEO is evident from the way he effortlessly simplified complex concepts and shared valuable insights from his own experiences. His dedication to ensuring each student grasped the concepts thoroughly was commendable. He was always available to clarify doubts, provide feedback, and offer guidance, making the learning journey smooth and enjoyable.

Moreover, the support provided by Bright Star IT's team was exceptional. From the well-structured course materials to the interactive sessions and practical assignments, every aspect was meticulously designed to facilitate learning and skill development.

Overall, I highly recommend Bright Star IT's SEO course to anyone looking to gain a comprehensive understanding of SEO practices and techniques. And having Hasan Jamil as the mentor is definitely a bonus, ensuring a rewarding and enriching learning experience.
Md. Mehedi HasanMd. Mehedi Hasan
07:16 24 Mar 24
It's a very helpful and informative course. Thank you BrightStar-IT Academy.
AB RöbAB Röb
08:11 19 Mar 24
খুবি চমৎকার একটি প্রতিষ্ঠান হতে চলেছে। মেন্টর সবাই খুব আন্তরিক। আমাদের কোর্স মেন্টর কাজি তালাত ভাই এবং হাসান জামিল ধন্যবাদ জানিয়ে ছোট করব না,আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ।
Suzit SarkarSuzit Sarkar
17:17 18 Mar 24
This SEO Course is the best support quality is awesome
MD Ismail HoshenMD Ismail Hoshen
06:20 17 Mar 24
It's a very helpful and informative course. Thank you BrightStar-IT Academy.
Raja MondalRaja Mondal
13:50 16 Mar 24
Many many thanks to Mr Hasan sir, to provide precious course to us for free. I enrolled in SEO course. I recommend everyone to join Brightstar IT academy. This platform is very helpful and. Lots of love 😘 from India.
Md Majedur RahmanMd Majedur Rahman
23:49 15 Mar 24
প্রতিটি ক্লাশই খুব সুন্দর করে সাজানো এবং অনেক সুন্দর করে প্রতিটি বিষয় বুঝিয়ে দেয়া হয়েছে।
Md Shadab HasanMd Shadab Hasan
14:39 15 Mar 24
Many many thanks to Kazi Talat, vai for sharing a wonderful WordPress course with us. It's really helpful for us. From the last four classes, we have learned many things. The special quality of Kazi Talat vai, help us to understand class easily. I think, it is one of the best classes that I have ever seen. Again thanks to, vai for everything. I really recommended this course for those people who wanted to learn WordPress, elementor and related tools. I believe, it would be one of the best course for them.
Sifat HasanSifat Hasan
12:13 15 Mar 24
ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা কোর্সের ব্যবস্থা করার জন্য। শুরু থেকে শুরু করে এতো সুন্দর করে কেউ বোঝাবে না �
Mh RihanMh Rihan
04:25 15 Mar 24
ওয়ার্ডপ্রেস এবং এস,ই,ও কোর্স এর জন্য খুব ভালো একাডেমি।
Freelancer KuriFreelancer Kuri
20:16 14 Mar 24
Good. Onk vlo kore bujan viya
Mohammad Shihab UddinMohammad Shihab Uddin
19:42 14 Mar 24
Very Good Course for anyone who wants to Learn Facebook Ads in Details.
Hasan RafiHasan Rafi
18:07 14 Mar 24
SEO Best Course Highly Recommend.
Md. Fahim HossenMd. Fahim Hossen
17:52 14 Mar 24
আসসালামুয়ালাইকুম। আমি মোঃ ফাহিম হোসেন এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি পাশাপাশি ওয়েব ডিজাইন এবং কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি এখন WordPress শিখছি আপনাদের গ্রুপ থেকে। সত্যি বলতে Kazi Talat ভাইয়া যে ভাবে ক্লাস নিচ্ছে তা পেইড ক্লাসে এতো সুন্দর ভাবে উপস্থাপন করে কিনা জানিনা আর এতো গভীরে যেয়ে যেয়ে শিখাচ্ছে ভাইয়া,, সত্যি পেইড ক্লাসেও এতো গভীরে গিয়ে শিখায় কিনা জানি না। আমি ধন্যবাদ জানাই ভাইয়াকে আমাদের এতো সুন্দর ভাবে একটা একটা করে সুন্দর করে উপস্থাপন করে বোঝানোর জন্য। আর সর্বশেষ একটা কথা বলবো ভাইয়া আপনি যে ভাবে শিখাচ্ছেন আশা করি এইভাবে পুরো কোর্স টা কম্পিলিট করবেন প্লীজ এই অনুরোধ টা আপনার কাছে রাখলাম।
Morium AkterMorium Akter
17:13 14 Mar 24
This page is so wonderful to learn new skills. They provide free course. There are lots of free course here for example Making Website by WordPress, SEO course and so on. My favorite one is WordPress and Woo commerce Course. Thanks to BrightStar-IT Academy for create a amazing paltform for those who are Eagers to learn.
Asan TamzidAsan Tamzid
17:04 14 Mar 24
Kazi Talat Brother is a great Mentor for WordPress. Highly recommend!
Umme Sulaim RumaishaUmme Sulaim Rumaisha
13:42 14 Mar 24
It's a very helpful and informative course. Thank you BrightStar-IT Academy.
ArefinArefin
13:22 14 Mar 24
BrightStar-IT Academy is one of the best WordPress Development Institution. Kazi Talat bhaiya is an amazing and helpful person.
Highly recommended this Academy
On LineOn Line
12:57 14 Mar 24
আলহামদুলিল্লাহ,,, আপনাদের প্রতিষ্ঠানে পেইড কোর্সটি ফ্রি করে দেওয়ার জন্য কত ভাইয়ের যে উপকার হয়েছে তা বলার অপেক্ষা রয় না। ইনশাল্লাহ এখান থেকে চলার পথে সাফল্য অর্জন হবে। আমি এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছি। এগিয়ে যাক ব্রাইট স্টার একাডেমি,,,,,,
Tasbihur RahamanTasbihur Rahaman
12:02 14 Mar 24
আলহামদুলিল্লাহ! আগে আপনাকে চিন্তাম না, আমার বন্ধু আপনার ফেইসবুক পেজার লিংক টা দেয় সেখান থেকেই আপনাকে জানা অনেক ভালো কিছু হতো আগে জানলে, তারপরেও আলহামদুলিল্লাহ! এখন আপনাকে জেনেছি।
আলহামদুলিল্লাহ! Local SEO & eCommerce SEO Course (Paid Class for Free) অনেক কিছু জানলাম বিগত তিনটি ক্লাসে যা শিখেছি সে বিষয়ে আমাৰ কোনো জ্ঞান ছিলনা।
SEO MasterClass (Paid Class For Free) এই ক্লাস গুল কয়েক দিনের মধ্যে শুরু করবো ইন-শা-আল্লাহ, একটু সমস্যার মধ্যে আছি ইন-শা-আল্লাহ ক্লাস গুল শুরু করবো।
জাজাকাল্লাহ খাইরান!
Arafat Ahmed ZihanArafat Ahmed Zihan
11:58 14 Mar 24
অসংখ্য ধন্যবাদ হাসান জামিল ভাইয়া কে এত সুন্দর সাজানো গোছানো একটা কোর্স আমাদের জন্য ফ্রি করে দেওয়ার জন্য ❤️❤️। এখন পরিশ্রম আর সময় নিজেকে ইনভেস্ট করে ভালো কিছু করার আশায় আছি ❤️
Jhuma IslamJhuma Islam
10:13 14 Mar 24
ধন্যবাদ BrightStar-IT Academy কে আমাদের এরকম কোর্সগুলো ফ্রিতে করার সুযোগ দেয়ার জন্য। সাধারণত ডিজিটাল মার্কেটিং এবং এসইও বা ফ্রিল্যান্সিং কোর্সগুলোর কোর্স ফি অনেক বেশি হয়, সেজন্য পেইড কোর্সগুলা করার সুযোগ হয়ে ওঠেনা । কিন্তু হাসান জামিল ভাইয়া আমাদের জন্য এই পেইড কোর্সগুলো ফ্রি করে দিয়েছেন । অসংখ্য ধন্যবাদ হাসান জামিল ভাইয়াকে।
js_loader