6000Tk
1950TK
6000Tk
বর্তমানে ওয়েবসাইট তৈরিতে যতগুলো সি এম এইচ আছে, তার সবার মধ্যে অন্যতম ওয়ার্ডপ্রেস। সম্পূর্ন ফ্রি এবং ইউজার ফ্রেন্ডলি হওয়াতে ক্লাইন্ডের যে কোন ওয়েবসাইট তৈরিতে প্রথম পছন্দ ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে একটি এডভান্স ধারনা দিয়ে থাকবে।
বর্তমানে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে পপুলার পেইজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর। কারন, ক্লাইন্ডের ডিমান্ডের প্রথম অফশন এলিমেন্টর। আমরা এলিমেন্টর, প্রো এর বিভিন্ন ফ্রি এবং প্রিমিয়াম এডলস নিয়ে আলোচনা করবো।
ওয়ার্ডপ্রেসে ইকমার্স ওয়েভসাইট তৈরীতে ওকমার্সের কোন বিকল্প নেই। আমরা ওকমার্সের A- Z শেখা থেকে শুরুকরে সমস্ত রকম প্রডাক্টফিচার নিয়ে আলোচনা করবো। সাথে ৩০ + ডিমান্ডেড এডভান্স ফিচার নিয়ে আলোচনা করা হয়েছে।
ওয়েবসাইট শুরু তৈরি করলেই হবে না। ওটাকে অপটিমাইজ, ইউজার ফ্রেন্ডলি, সিকিউরিটি, এস ই ও, মাইগ্রেশন ইত্যাদির দরকার হবে। ক্লাইন্ডের ওয়েবসাইট তৈরিতে আমরা যেন A-Z হেল্প করতে পারি সেই বিষয়েও আমরা ধারনা নিবো
পড়াশোনা শেষে চাকরীর বাজারে সোনার হরিন খুজতে কি হাল হতেপারে তা তো আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম। তাই শুরুটা ছিলো অনেক আগে। ২০১৮ সালের পর থেকে প্রতিনিয়ত স্কিল ডেভেলপ করা শুরু করি। করোনার সময়টাকে কাজে লাগিয়ে ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই আমার ফ্রীলান্সিং যাএা শুরু হয়। আলহামদুলিল্লাহ্, ২০২১ সাল থেকে বিভিন্ন মার্কেটপ্লেসে। ৫ * সহ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।
জি উপযুক্ত, আমরা একদম বেসিক থেকেই শুরু করেছি। কিন্তুু আপনাকে অবশ্যই ব্যাসিক কম্পিউটার স্কিল সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি যদি এই কোর্সটি নিয়ে শুধু ভিডিও দেখে রেখে দেন, কিন্তু এসাইনমেন্ট বা প্র্যাকটিস না করেন, অথবা ভাবছেন, কোর্সটি নিয়ে কালেকশনে রাখলেই এক মাস পর থেকে ডলার ইনকাম শুরু হবে, তাহলে ভাই, এটা কখনই সম্ভব না! এই কোর্সটি আপনার জন্য নয়
আমরা রিকমেন্ড করবো, এটলিষ্ট ওয়ার্ডপ্রেসের ব্যাসিক জেনে কোর্স ইনরোল করুন। ইনরোল করার পর যেন আপনার এইটা মনে নাহয় যে আমার ওয়ার্ডপ্রেস ভালো লাগছেনা বা আমার দ্বারা ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার করা সম্ভব না। আপনি চাইলে আমাদের ফ্রী কোর্সের ভিডিও দেখে তারপর ইনরোল করতে পারেন। ফ্রি কোর্সের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন।
এই কোর্সের মেন্টর নিজে গত পাচ বছর যাবৎ বিভিন্ন মার্কেট প্লেসে এবং বাহিরের বিভিন্ন ক্লাইন্ডের সাথে কাজ করে আসছে। সে তার এক্সপেরিয়েন্সের পুরোটা এই ৭০-৮০, ঘন্টায় আইডিয়া দেবার চেষ্টা করেছে, যাতেকরে মর্কেট ডিমান্টেড লাইভ আইডিয়া গুলো আপনারা পেতে পারেন।
না, আমরা কোন শিক্ষার্থীকে এরকম কিছু করিনি । আমরা শুধু আপনাকে গাইড লাইন দিতে পারবো, বাকি কাজ আপনাকেই করে নিতে হবে। কাজ শেখানোর দায়িত্ব আমাদের কিন্তু আপনার কাজ আপনাকেই করতে হবে।
এটাও সম্পূর্ন নির্ভর করবে আপনার কাজের প্রতি মনোযোগ ও গুরুত্বের উপর এবং আপনি কতটুকু সময় দিচ্ছেন তার উপর। যহেতু এটি অনেক বড় একটি মডিউল সে ক্ষেএে আপনাকে অন্তত ৬-৭ মাস সময় দেবার মানসিকতা রাখতে হবে।
আপনাকে সাপোর্ট দেবার জন্য ডেডিকেটেড ডিসকর্ড সাপোর্ট গ্রুপ রয়েছে। যখনই কোন সমস্যায় পড়বেন, ডিসকর্ডের গ্রুপে জানালে কোর্সের মেন্টর বা সাপোর্ট মেম্বার সেটার উওর দিয়ে দিবেন বা সমাধান করে দিবেন।
না, আমরা কাজ করার জন্য থিম, প্লাগিন,টেমপ্লেট যা যা লাগে আমরা প্রভাইড করবো।