প্রতিযোগিতার এই যুগে শপিফাই এন্ড ওয়েভফ্লো এর এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সটি আপনাকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখবে ইনশা আল্লাহ
Toggle Content
Toggle Content
Toggle Content
Toggle Content
Toggle Content
আমি ২০১৯ সালের দিকে ফ্রিলেন্সিং শেখা শুরু করি , চাকরির বাজারে নিজেকে কতটুকু যোগ্য করে তুলতে পারবো তা নিয়ে সংশয়ে ছিলাম, তারপর চিন্তা ভাবনা করা শুরু করলাম কীভাবে নিজে কিছু করা যায় তারপর এক বন্ধুর মাধ্যমে পরিচিত হলাম ফ্রিলেন্সিং নামক শব্দটার সাথে, তারপর আবার সংশয় কোনটা শিখবো ওয়েভ ডিজাইন , গ্রাফিক্স ডিজাইন নাকি ডিজিটাল মার্কেটিং। শেষমেষ মনে হলো ওয়েভ এর জগৎটাই আমার জন্য পারফেক্ট । সেই থেকে শুরু । ২০২০ সালের দিকে নিজের সার্ভিস গুলো লিঙ্কদিন ও অন্যান্ন সোস্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে সেল করছি , এবং একটি এজেন্সিতে শপিফাই এক্সপার্ট হিসেবে ২ বছরের অধিক সময় ধরে ফুল টাইম জব করছি । আলহামদুলিল্লাহ নিজেকে যে স্থানে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছিলাম সেদিকেই এগুচ্ছি ।
জি, উপযুক্ত। আমরা একদম বেসিক থেকেই শুরু করি, আপনাকে পূর্বে থেকে কোন কিছুই জানার প্রয়োজন নেই।
আমাদের কোর্স মডিউল এবং স্টুডেন্ট ফিডব্যাক গুলো একটু দেখুন। আশা করি আপনি বুঝে যাবেন আমরা স্টুডেন্টদের প্রতি কতটা ডেডিকেটেড?
আর আমাদের এই ডেডিকেশন টাই আপনার সফলতা অর্জনের পথকে আরো সহজ করে দিবে ইনশা আল্লাহ।
না, আমরা আমাদের কোন শিক্ষার্থীদের ক্ষেত্রে এইরকম কিছু করিনি। আমরা মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ক্লাইন্ট ম্যানেজ করা সম্পর্কে কোর্সে বিস্তারিত আলোচনা করবো। আমাদের গাইডলাইন অনুযায়ী আপনাকে ক্লাইন্ট বা কাজ খুঁজে নিতে হবে।
এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে, তবে আমি কিছু এসাইনমেন্ট দিবো, যেগুলো করে জমা দিতে হবে। না হলে আপনার প্রোগ্রামটি শেষ বলে গণ্য হবে না
আপনাদেরকে ডেডিকেটেড সাপোর্ট দেওয়ার জন্য আমাদের প্রাইভেট সাপোর্ট গ্রুপ রয়েছে ফেসবুকে। যখনই আপনি কোন সমস্যায় পরবেন ফেসবুক প্রাইভেট গ্রুপে পোষ্ট করলে আপনাকে সমাধান দিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের কোর্সে অংশ নেওয়ার পর থেকে লাইফটাইম আমরা সাপোর্ট দিয়ে থাকি।
Copyright © 2023 Brightstar IT Academy. All rights reserved.